সেবা গ্রহীতা:
৫-৯ বছর বয়সী এতিম অর্থ্যাৎ পিতৃহীন বা পিতৃমতিৃহীন দরিদ্র শিশু।
সেবার তালিকা:
১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন।
পারিবারিক পরিবেশে স্নেহ-ভালবাসা ও আদর-যত্নের সাথে লালন পালন।
শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান।
নিবাসীদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধন।
পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
সেবাদান কেন্দ্র:
জেলা সদর ও কিছু কিছু উপজেলায় অবস্থিত ৪২টি বালক, ৪২টি বালিকা ১টি মিশ্র সর্বমোট মোট ৮৫টি সরকারি শিশু পরিবার। শিশু পরিবারসমূহের তালিকা ডাউনলোড করুন।
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে):
নির্ধারিত ফরমে ৬-৯ বছরের এতিম শিশুর অভিভাবকরা আবেদনপত্র দাখিল করবেন। প্রাপ্ত আবেদনপত্রের খসড়া তালিকা প্রস্ত্ততপূর্বক তত্ত্বাবধায়ক/ঊপ-তত্ত্বাবধায়ক ভর্তি কমিটির সভা আহ্বান করেন। সভায় নিবাসী নির্বাচনপূর্বক আবেদনকারীকে অবহিত করার মাধ্যমে ভর্তি করে এতিম নিবাসী শিশুকে ১৮ বছর বয়স পর্যন্ত ভরণ-পোষণ, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা হয়।
কার্যাবলি:
প্রতি বছর ডিসেম্বর মাসে অভিভাবক কর্তৃক নির্ধারিত ফর্মে সংশ্লিষ্ট শিশু পরিবারে অথবা জেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন দাখিল;
সিভিল সার্জন বা তার প্রতিনিধির মাধ্যমে আবেদকারী এতিম শিশুর বয়স ও স্বাস্থ্যগত অবস্থা যাচাই;
ভর্তি কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদন
বিনামূল্যে এতিম শিশু ভর্তি;
শিশুদের ভরণপোষণ, শিক্ষা, প্রশিক্ষণ এবং উপযুক্ত মর্যাদায় সমাজে পুনর্বাসন
সেবা প্রদানের সময়সীমা:
শিশু পরিবারে ভর্তির জন্য আবেদনপত্র প্রাপ্তির পর ১ মাস
শিশু ভর্তি হওয়ার পর অন্যান্য সেবা শিশুর বয়স ১৮ বছর হওয়া পর্যন্ত
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:
উপ-তত্ত্বাবধায়ক, সরকারি শিশু পরিবার বালিকা (উত্তর), বরিশাল।
আমতলা মোড়, দক্ষিণ আলেকান্দা, বরিশাল।
মোবাইল: ০১৭০৮৪১৪৩৬৫
ফোন: ০৪৩১৭১৬২২
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস